উপজেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয় কালিয়া, নড়াইলমৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন উপজেলা পর্যায়েরএকটি অফিস যা কালিয়া বাষ্ট ষ্টান্ড হহে ১০০(এক শত) গজ উত্তরে অবস্থিত। এইঅফিস থেকে প্রাণিসম্পদ বিষয়ক পরামর্শ, হাস-মুরগীর টীকা ,ডাকে আসা গাভীকেকৃত্রিম প্রজনন ও অসুস্থ গবাদী পশু পাখীর বিনামূল্যে চিকিৎসা প্রদান করাহয়। এই কার্যালয়ে একজন উপজেলা প্রাণিসম্পদ অফিসারের অধীনে একজন ভেটেরিনারিসার্জন,তিন(৩)জন ভেটি: ফিল্ড এ্যাসিসট্যান্ট, একজন ভেটিঃ কম্পাউন্ডার ,একজনএফ এ/এ আই, একজন অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক,একজন ড্রেসারসরকারী সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন।প্রাণিসম্পদ বিষয়ক জরুরী পরামর্শএবংচিকিৎসার জন্য ০৪৮১-৬২২৭৭ নম্বরে ফোন করা যেতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস